রংপুরে বিএনপির গণসমাবেশের মঞ্চেও রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য খালি চেয়ার

0

রংপুরে বিএনপির গণসমাবেশের মঞ্চেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে খালি চেয়ার। গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সাদা তোয়ালে দিয়ে আবৃত একটি খালি চেয়ার রাখা হয়েছে।

শনিবার দুপুরে অনুষ্ঠিত রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠের গণসমাবেশে এমন চেয়ার রাখা হয়।

নেতাকর্মীরা বলছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই আমাদের প্রেরণার উৎস। তিনি সরকারের রোষানলে পড়ে ঘরবন্দি। কিন্তু নেত্রী আমাদের অন্তরে রয়েছেন। তার প্রতি সম্মান জানিয়ে প্রতীকী হিসেবে তার জন্য সমাবেশে ফাঁকা চেয়ার রাখা হয়েছে।’

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।

পরিবহন ধর্মঘট আর বাধা বিপত্তিকে টপকে রংপুরে নেতাকর্মীদের জনস্রোত নেমেছে। সমাবেশে যোগ দিতে রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com