নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়ে লোডশেডিংও কমতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

0

নভেম্বরে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে। এতে লোডশেডিংও কমতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সাময়িক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। আশা করছি, নভেম্বরে পরিস্থিতির উন্নতি হতে পারে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ব্র্যাক সেন্টারে অক্সফ্যাম আয়োজিত ‘বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন উন্নত প্রযুক্তি ও ব্যাপক বিনিয়োগ। উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রযুক্তি হস্তান্তরে দায়িত্বশীল অবদান রাখতে হবে। বিকল্প উৎস হতে বিদ্যুৎ উৎপাদনকে সরকার সবসময় উৎসাহিত করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com