ধূমপান বন্ধে সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি: মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, একজন অসুস্থ মানুষ অর্থনীতিতে অবদান রাখতে পারে না। মিলিয়ন ইস্যু আছে উন্নতির বাধা হিসেবে। এরমধ্যে তামাক একটি বড় কালপ্রিট। এটা বিবেচনা না করার কোনো কারণ নেই। তামাক ও ধূমপান কোনোটাই স্বাস্থ্যকর নয়, এটা পুরো পৃথিবীর মানুষ জানে।
ধূমপান বন্ধে সিঙ্গেল সিগারেট বিক্রি বন্ধ করা অতি জরুরি বলেও নিজের মত তুলে ধরেন মন্ত্রী।
‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য প্রণীত খসড়া দ্রুত আইনে পরিণত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ সভার আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন।
তাজুল ইসলাম বলেন, তামাক নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি সভ্য দুনিয়ার সকল মানুষের কাছে অপরিহার্য। স্বাস্থ্য সবচেয়ে মৌলিক ও জরুরি। অসুস্থ মানুষ দিয়ে হিউম্যান ইনডেক্স বৃদ্ধি করা সম্ভব না। এসডিজি গোলের নেতৃত্ব দিচ্ছে জাতিসংঘ। কিন্তু একটা বিলও জাতিসংঘে পাস হয়নি। এটা না হওয়ার জন্য গ্লোবাল লিডাররা দায়ী। এটা নিয়ে সোচ্চার হওয়ার জন্য সিভিল সোসাইটিকে আগে উদ্যোগ নিতে হবে। এটার জন্য শুধু সংসদে আইন পাস হতে হবে কেন, এটার জন্য জাতিসংঘের লিডারদেরও কাজ করা উচিৎ।