কুড়িগ্রাম সদরে গাছের ডাল কাটায় বৃদ্ধ ভাইবোনকে পিটিয়ে হত্যা

0

কুড়িগ্রাম সদরে আমগাছের ডাল কাটা নিয়ে দুই ভাইবোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় আহত হন আবুল কালাম আজাদের ছেলেসহ দুজন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা বাড়ির পাশের আমগাছের ডাল কাটা কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালান। এ সময় আবুল কালাম আজাদ ও তার বড় বোন সকিনা বেগম লাঠির আঘাতে গুরুতর আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ দুলাল মিয়ার ভাই নুর বকশ, নুর জামাল মিয়া ও ইকবাল হোসেন এবং ইকবালের স্ত্রী আলেয়া বেগম, ছেলে আশরাফুল হক ও মিজানুর রহমানকে আটক করেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, নিহত দুজনের লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com