ইউরোপের পক্ষ থেকে আমেরিকার একনিষ্ঠ আনুগত্য বিপর্যয়কর বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে শক্ত হয়ে দাঁড়ানোর শক্তি ইউরোপীয়দের নেই।
জার্মান দৈনিক স্পাইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। তিনি জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে ‘মশে’ নামক ম্যাকানিজম চালু করার যে হুমকি দিয়েছে সে সম্পর্কে জারিফ বলেন, এই ম্যাকানিজম চালু করার মতো কোনো আইনি দলিল ইউরোপীয়দের হাতে নেই।
চীন ও রাশিয়া এ ব্যাপারে ইরানের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করে বলে জানান জারিফ। তিনি বলেন, ইউরোপীয়দেরকে এখন একটি বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে।
মশে ম্যাকানিজম চালু করলে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত হবে। আর সেক্ষেত্রে জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা তৈরি হবে।
সাক্ষাৎকারে ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে জারিফ বলেন, এনপিটি থেকে ইরানের বেরিয়ে যাওয়ার অর্থ পরমাণু অস্ত্র তৈরি করা নয়; কারণ, ইরান ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এই অস্ত্র তৈরিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
মার্কিন ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য থেকে দায়েশ সন্ত্রাসীদের দমনে শহীদ সোলাইমানির অবদানের পরিপ্রেক্ষিতে তাকে হত্যা করার পর এ অঞ্চলের জনগণের মনে আমেরিকার প্রতি ঘৃণা ও ক্ষোভ তীব্রতর হয়েছে।