ভোট কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান আমীর খসরুর

0

ভোট ডাকাতি প্রতিরোধ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের আগের দিন থেকেই ভোট কেন্দ্র পাহারা দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ভোট ডাকাতির বিরুদ্ধে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১ তারিখের আগে ও পরে সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে ক্ষমতাসীনরা আর ভোট ডাকাতি করতে না পারে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে জনগণ ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবে। আর সরকার এটাই চায়। কিন্তু ঢাকার জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এমএ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন আক্তার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com