সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ
জামালপুর সদর উপজেলার এসএমসি তীর্থ সত্যপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা বেগমের বিরুদ্ধে সই জালিয়াতি করে ব্যাংক থেকে আড়াই লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রধান শিক্ষক শিরিনা বেগম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদুজ্জামান মিলনের সই জালিয়াতি করে বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে দুই লাখ ৫১ হাজার ৯০০ টাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে বুধবার (১৯ অক্টোবর) রাশেদুজ্জামান মিলন উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।