ক্ষমতাসীনদের জয়ী করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করা হচ্ছে, অভিযোগ আমির খসরুর
শনিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে বাইরে রেখে সরকার দেশ চালাতে চায়।বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে জনগণ ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবে।ঢাকার জনগণ ধানের শীষে ভোট দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে।
ভোট ডাকাতির বিরুদ্ধে সাহস করে প্রতিরোধ গড়ে তুলতে আগামী এক তারিখের আগে ও পরে সকলকে ভোট কেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।