সীমান্তে হত্যা বন্ধের দাবিতে আমরণ অনশনে জাবি ছাত্র

0

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধসহ চার দফা দাবি জানিয়ে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। 

তার নাম আরিফুল ইসলাম ওরফে আদীব। তিনি প্রাণিবিদ্যা বিভাগে স্নাতকোত্তরে (৪৩ ব্যাচ) অধ্যয়নরত বলে জানান।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি চার দফা দাবিতে এই অনশনে বসেন। আদীবের গ্রামের বাড়ি বরিশালের সদরে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তিনিও আহত হন। 

আমরণ অনশনে আরিফ দাবি জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে সব হত্যার আন্তর্জাতিক আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা। ভারতকে সীমান্তে হত্যার জন্য ক্ষমা চেয়ে আর হত্যা না করার প্রতিশ্রুতি দিতে হবে। সীমান্তে হত্যায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে তদন্ত সাপেক্ষে দুই দেশের যৌথ ক্ষতিপূরণ দিতে হবে। জাতীয় সংসদে সীমান্ত হত্যার প্রতিবাদ করে নিন্দা জানাতে হবে।

আরিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিবেকের তাড়না ও দেশের প্রতি দায়বদ্ধতায় তিনি এ প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com