ইভিএমে যাছাই-বাছাইয়ের সুযোগ না থাকায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: সুজন
ইভিএমের মাধ্যমে নির্বাচনের ফলাফলে কারচুপির যথেষ্ট সুযোগ আছে বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক -সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মেয়র প্রার্থীদের তথ্য উপস্থাপন নিয়ে সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
এসময় বদিউল আলম মজুমদার বলেন, ইভিএমে নির্বাচন কমিশনের দেয়া ফলাফল যাচাই বাছাইয়ের কোন সুযোগ থাকে না। এছাড়া প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের বিষয়েও কমিশন নিষ্ক্রিয়।
গত নির্বাচনের মতই ২৫ শতাংশ ভোটারের উপস্থিতি ছাড়াই সেই ভোটগুলো নির্বাচনী কর্মকর্তারা দিয়ে দেয়ার সুযোগ এবারও থাকলে ভোটার ছাড়াই ভোট দেয়ার ক্ষেত্র তৈরি হবে বলেও মনে করে সুজন।