বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট নগরের আম্বরখানা দর্শনদেউরী এলাকায় যুক্তরাজ্যভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি একথা বলেন।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে কিন্তু দক্ষতানির্ভর শিক্ষায় আরও গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বৃটিশ অনেক কোম্পানি বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দেবে।