ভিডিও বার্তায় তাবিথ-ইশরাকের জন্য ভোট চাইলেন ফখরুল
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের জন্য বিশেষ ভিডিও বার্তায় ধানের শীষে ভোট চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই ভোটে ঢাকা সিটি উত্তরে তাবিথ আউয়াল আর দক্ষিণে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে লড়ছেন।
ঢাকা উত্তরে তাবিথের প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলাম আর দক্ষিণে ইশরাকের প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ফজলে নূর তাপস ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
ভিডিও বার্তায় মির্জা ফখরুল তাবিথ এবং ইশরাককে ‘অদম্য মেধাবী’ আখ্যায়িত করে তাদের জন্য ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন, ‘আসুন, এবার ঢাকা সিটি নির্বাচনে ব্যালটে ধানের শীষে ভোট দিয়ে অন্যায়, অসত্য ও অসুন্দরকে পরাজিত করি। ন্যায়, সত্য আর সুন্দরকে জয়ী করি। অন্ধকার দূর করে আলোর পথে চলি।’
ভিডিওর শুরুতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের ‘প্রলয়োল্লাস’ কবিতার কয়েকটি পঙ্ক্তি আবৃত্তি করেন বিএনপি মহাসচিব।
এছাড়া এতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলটির বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসাও করেন তিনি।