লোডশেডিংয়ে দিন দিন মানুষের দুর্ভোগ তীব্রতর হচ্ছে!

0

লোডশেডিংয়ে অতিষ্ঠ রাজধানীসহ সারাদেশের মানুষ। প্রতিদিন কয়েক দফা লোডশেডিং করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কোনো কোনো অঞ্চলে দৈনিক তিন-চার ঘণ্টা আবার কোথাও বা ১২-১৫ ঘণ্টাও থাকছে বিদুৎবিহীন। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে লোডশেডিং বেড়েছে কয়েকগুণ। এতে দিন দিন মানুষের দুর্ভোগ তীব্রতর হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী ঢাকার বাসিন্দারা। অসহনীয় এ পরিস্থিতিতে জনমনে বাড়ছে ক্ষোভ, উৎকণ্ঠা।

বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে গত ১৯ জুলাই থেকে সারাদেশে শিডিউল করে প্রতিদিন এক ঘণ্টা লোডশেডিং করার ঘোষণা দিয়েছিল সরকার। সেপ্টেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তখন আশ্বস্ত করেছিল বিদ্যুৎ বিভাগ। কিন্তু সে আশ্বাস হালে পানি পায়নি। অক্টোবরের শুরু থেকে লোডশেডিং আরও প্রকট আকার ধারণ করে। এরই মধ্যে গত ৫ অক্টোবর হঠাৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটে। এরপর থেকে লোডশেডিং বাড়ে অস্বাভাবিক মাত্রায়। নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে পুরো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com