বিভিন্ন কারণে দেশের প্রচলিত আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিভিন্ন কারণে দেশের প্রচলিত আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে। এসব আদালতে মামলার চাপ কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির প্রয়োগ বাড়াতে হবে এবং দ্রুত ও স্বল্প ব্যয়ে এ সেবা দিতে হবে। পাশাপাশি এ বিষয়ে জনগণকে ব্যাপকভাবে সচেতন করতে হবে।
তিনি বলেন, এডিআর পদ্ধতির সফল প্রয়োগ আনুষ্ঠানিক মামলার বোঝা কমিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘ডিসকাশন অন মিটিং দ্য নিডস অব জাস্টিস সিকারস’ শীর্ষক তিনি এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএস-এইডের প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাকটিভিটির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০টি জেলার জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভার মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা আইনগত সহায়তা প্রদান কার্যক্রম আরও জোরদার করতে নিজ নিজ অভিজ্ঞতার আলোকে মতামত তুলে ধরেন।