‘নিরাপদ খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৭ শতাংশ মানুষ’
ক্রয়ক্ষমতা থাকা স্বত্বেও সচেতনতা ও নিরাপদ খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগছেন বাংলাদেশের মোট জনসংখ্যার ৮৭ শতাংশের মানুষ।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে কৃষকের বাজার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।
তারা বলেন, আমারা যা খাচ্ছি তা নিরাপদ কি না সে চিন্তায় জর্জরিত নগরবাসী। খাদ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন ধাপে ব্যবহৃত কেমিক্যাল, খাদ্য উৎপাদনে ব্যবহৃত কীটনাশকের অবশিষ্টাংশ আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।