মন্ত্রণালয়ের কাজ বাজার নিয়ন্ত্রণ নয়: প্রাণিসম্পদ মন্ত্রী

0
মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী এবং কারবারিরা আছেন তারাই ডিমের বাজারের পরিবেশ নষ্ট করেন। প্রথমে ডিমের দাম বাড়ার পর ভোক্তা অধিকার অভিযানে নামলে ডিমের দাম কমে আসে। অনেকেই ডিম মজুদ করে রাখার দৃশ্যও দেখেছেন। তাই বাজার ব্যবস্থার দিকে নজর দিলেই অনাকাঙ্ক্ষিত দাম বাড়বে না। সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মনে রাখতে হবে আমাদের মন্ত্রণালয়ের কাজ বাজার নিয়ন্ত্রণ নয়।

 

শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বাজার ব্যবস্থাপনা আমাদের মন্ত্রণালয়ের কাজ নয় জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, তাও আমরা বাজার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টদের সাথে কথা বলব। কারওয়ান বাজারে ডিম আসার পরে একটা গ্রুপ যাতে বাজার নিয়ন্ত্রণে নিতে না পারেন, আমরা খেয়াল রাখব বাজার নিয়ন্ত্রণে রাখতে।

 

মন্ত্রী বলেন, একটা সময় আমরা সকলে চাইলেও ডিম খেতে পারতাম না। পোল্ট্রি শিল্পের সাথে যারা জড়িত তারা নিজেরাই এগিয়ে এসেছেন। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি আমাদের পুষ্টি চাহিদার যোগান দিয়ে যাচ্ছে।
তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com