ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দেয়াল নেই: সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনো দেয়াল নেই। দুদেশের প্রধানদের মধ্যে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকতায় অনেক সমস্যা সমাধান হয়েছে। সব অমীমাংসিত সমস্যাও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।
গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ১০০ যুব প্রতিনিধি দলের ভারত ভ্রমণের ফ্লাগ অফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্বেষ-বৈরিতা বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
এসময় যুব প্রতিনিধি দলের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আপনারা আগামী এক সপ্তাহ ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন। সেখানকার অভিজ্ঞতা বাংলাদেশে এসে যুব প্রতিনিধি হিসেবে ছড়িয়ে দিতে কাজ করবেন।