আবারও বাড়ছে বিদ্যুৎ-পানির দাম
মাস দুই আগে সবধরনের জ্বালানি তেলের দাম এক লাফে ৫০ শতাংশের ওপরে বাড়িয়ে নানা সমালোচনার মুখে ৫ শতাংশ কমানো হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সবধরনের পণ্যের দাম বেড়ে গেছে। এর রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। পানির দাম বাড়ানোর ঘোষণাও দেয়া হতে পারে যেকোনো সময়।
ইতোমধ্যে খুলনা ওয়াসা গতকাল মঙ্গলবার পানির দাম প্রতি ইউনিটে প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে ৬ টাকা ৯১ পয়সা থেকে ৮ টাকা ৯৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যুতের লোডশেডিং চলছে। বেড়ে গেছে ডলারের দাম। সবমিলে এমনিতেই মানুষের নাভিশ্বাস অবস্থা, বিদ্যুৎ ও পানির দাম বাড়লে পণ্যমূল্য আরো নাগালের বাইরে চলে যাবে। এতে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।