ধর্ষণের সাথে নারীর মর্যাদার কোনো সম্পর্ক নেই: শিক্ষামন্ত্রী

0

ধর্ষণের সাথে নারীর মর্যাদার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘যতক্ষণ সমাজ মনে করবে যে ধর্ষণ ভুক্তভোগীর মর্যাদা হানি করে, ততক্ষণ মানসিকতার পরিবর্তন হবে না।’

সোমবার কন্যাশিশু দিবস উপলক্ষে ব্র্যাক আয়োজিত ‘এক্সপ্লোরিং অ্যাটিটিউড টুয়ার্ডস জেন্ডার নর্মস আমোং দ্য ইউথ পপুলেশন ইন বাংলাদেশ’- শীর্ষক এক গবেষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,‘আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসনের জন্য কাজ করেছেন।’

দীপু মনি নারীর মর্যাদা, তাদের অবস্থান, শিক্ষা, অধিকার, পোশাকের স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার নিয়েও কথা বলেন।

এ সময় তিনি নারী ও মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সূত্র : ইউএনবি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com