মন্ত্রণালয় ও প্রকল্প কর্মকর্তাদের দুর্নীতিতে বেনারসি পল্লি প্রকল্প মুখ থুবড়ে পড়েছে: প্রতিমন্ত্রী
মন্ত্রণালয় ও প্রকল্প কর্মকর্তাদের অসহযোগিতা ও দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর বেনারসি শ্রমিকদের কল্যাণে নেওয়া উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
তিনি তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে তাঁতিদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বেনারসি পল্লী তাঁতি বাস্তবায়ন সমিতি আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বেনারসি শিল্পকে বাঁচিয়ে রাখতে তাঁত শ্রমিকেরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ব্রিটিশ আমল থেকে এ শিল্পকে নানাভাবে বন্ধ করার চেষ্টা হয়েছে। এখনো কিছু সুবিধাবাদী লোক এ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আবার কাজ করবো। বেনারসি শ্রমিকদের দাবি পূরণের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করবো।