ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গবেষণা চলমান: আইনমন্ত্রী

0

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের খারাপ ব্যবহার বন্ধের বিষয়ে আলাপ-আলোচনা-গবেষণা যেটাই বলেন না কেন, সেটা আমরা করছি। গবেষণা এখনো চলমান।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারকদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আমি বার বার বলি যে, এ আইন করাই হয়েছে শুধু সাইবার ক্রাইম ঠেকাতে। এখন যে উদ্দেশ্য করে এ আইন প্রণয়ন করা হয়েছে বলে একটি মহল বলার চেষ্টা করছে, তাহলে কিন্তু এটা সংবিধানের পরিপন্থী হতো।

তিনি বলেন, আমি এটা অস্বীকার করিনি যে, একটা সময় এটার মিসইউজ এবং অ্যাবিউজ আমরা দেখতে পেরেছি। এগুলো আমরা যখন দেখতে পেরেছি, তখন আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকিনি। আইনটির যথেচ্ছা ব্যবহার কীভাবে বন্ধ করতে যায়, সে বিষয়ে গবেষণা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com