কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির দুই মেয়রপ্রার্থী

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবর জিয়ারত করেছেন ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

শুক্রবার সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তারা কোকোর কবর জিয়ারত করেন।

এ সময় তারা কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

পরে ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেন। এরপর বাড্ডা থেকে প্রচারণা শুরুর কথা রয়েছে তাবিথের।

এছাড়া ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও সেখান থেকে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে ২৮ জানুয়ারি মরদেহ দেশে আনা হয়। ওই দিনই বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com