সীমান্তের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী
ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সীমান্তের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক।
সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রোববার (০৯ অক্টোবর) সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, সীমান্তের ঘটনা আমাদের জন্য দুঃখজনক, আর ভারতের জন্য লজ্জাজনক। একেবারে হাইয়েস্ট লেভেল থেকে সিদ্ধান্ত হয়েছে, সীমান্তে কোনো লাশ যেন না পড়ে। তারপরেও ভারতের মতো একটি শক্তিশালী দেশ তাদের যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলে তাদের জন্য লজ্জাজনক।