বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম: আমু
বর্তমান সরকারের সাবেক শিল্পমন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিশ্বের সব দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেটা বাংলাদেশের চেয়ে বেশি ছাড়া কম নয়। তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কম।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।