কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য ৬২ লাখ ইউরো দেবে ইইউ

0

কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা এবং স্থানীয় জনগণের জন্য ৬ দশমিক ২ মিলিয়ন বা ৬২ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশন পরিদপ্তরের (ডিজি-ইকো) মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে।

সোমবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর বলেছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ইউএসিএইচআরের অন্যতম প্রধান দাতা ডিজি-ইকো।

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ইইউর এই ধারাবাহিক সহায়তাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া এবং তাদের প্রতি স্থানীয় জনগণের মানবিক কার্যক্রমের ষষ্ঠ বর্ষে ইউএনএইচসিআরের কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের চলমান সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com