নারায়ণগঞ্জে অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনতাই, পরে চালককে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশাচালক সুজন মিয়া (৪৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার মীরেরগাঁওয়ের ভাটেরচর এলাকার মৃত ফজি রহমানের ছেলে মো. ইব্রাহীম ওরফে রানা (৩০) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার মৃত ওয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে মো. রহমত আলী (৩৪)।
শনিবার (৮ তারিখ) রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিকটিম চালকের ব্যবহার করা একটি মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়।
রোববার (৯ অক্টোবর) বিকেলে র্যাব-১১-এর মিডিয়া বিভাগের মুখপাত্র মো. সম্রাট তালুকদারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতার আসামিরা ওয়াপদা কলোনী মোড়ে চালককে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। পরে মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। একপর্যায়ে চালক চিৎকার করলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা এ তথ্য জানিয়েছে এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।