আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আইনের প্রয়োজন হয় না: আমু

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আমরা যার যার ধর্ম সে পালন করবো। কোনো ধর্মের প্রতি বিদ্বেষ থাকা যাবে না। যারা ধর্মকে অপব্যাখ্যা করে, অপবিত্র করতে চায় তারা কখনো ধর্মপ্রাণ মানুষ হতে পারে না। আইন দ্বারা সব ধরনের শাসন চলে না। আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলে আমাদের দেশে কোনো আইনের প্রয়োজন হয় না।

গতকাল রোববার (৯ অক্টোবর) রাতে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদ গাহে আলোচনা সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু এদেশে প্রথম ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন। তিনি এ দিনকে সরকারি ছুটি ঘোষণা করেছেন। ১৯৭৩ সালে বায়তুল মোকাররম মসজিদে দিবসটি উদযাপন শুরু হয়। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী সেটি অনুসরণ করে সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com