শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: নৌ প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সম্প্রীতির নেতৃত্ব দিচ্ছেন,অসাম্প্রদায়িক চেতনার নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৷
রোববার (৯ অক্টোবর) নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ‘শুভ প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও বিশ্বশান্তি’ শীর্ষক সদ্ধর্ম আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন। এ কারণেই তিনি দোশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে পারছেন ৷ আজকে শেখ হাসিনা পৃথিবীতে প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী প্রশংসিত হওয়া মানে বাংলাদেশের ১৬ কোটি মানুষ প্রশংসিত হচ্ছেন। প্রধানমন্ত্রী ধর্মের ভিত্তিতে কোন রেখাপাত চান না, বিভক্তি চান না। তিনি ভালবাসা তৈরি করতে চান। হানাহানি বিরোধ থেকে মুক্ত থেকে আগামী প্রজন্মের জন্য সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে দিতে চান।