শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে: পরিকল্পনামন্ত্রী

0

শেখ হাসিনার নেতৃত্বে শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানের সঙ্গে সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে কোরআনের তাফসির আলোচনা, মিলাদ এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। রবিউল আউয়াল মাস উপলক্ষে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে।

মন্ত্রী বলেন, সমাজে প্রতিবন্ধীদের প্রয়োজনীয়তা উপলব্ধিতে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) এর প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ প্রশংসার দাবিদার। এর মাধ্যমে প্রতিযোগীদের প্রতিভার প্রকাশ ঘটবে এবং আত্মনির্ভরশীল হবে। তারা সমাজে প্রতিষ্ঠা লাভে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com