বিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়বে: পরিকল্পনামন্ত্রী

0

সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা হলে বাংলাদেশের ওপরও এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, বড় রাষ্ট্রগুলোর ওপর যেভাবে প্রভাব পড়বে বাংলাদেশে সেভাবে পড়বে না। কারণ বাংলাদেশের অর্থনীতি বিশ্বের উচ্চ অর্থনীতির সঙ্গে যোগাযোগ অতটা সরাসরি নয়। বাংলাদেশের অর্থনীতির সঙ্গে বড় রাষ্ট্রগুলোর অর্থনীতির যোগাযোগ ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে সিলেট নগরের জিন্দাবাজারে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সারা বিশ্বের সবাই মিলে এই সংকট মোকাবিলা করার চেষ্টা করা হবে। অতীতে দুই-চারবার যে হয়নি এমনটা নয়, এবারও এটাকে মোকাবিলা করা হবে। সবার যা হবে আমারা তার বাইরে নই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com