ঢাকা মহানগরের উন্নয়নসহ চার ইস্যুতে সিটি নির্বাচনে বিএনপি, বললেন মির্জা ফখরুল
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ঢাকা মহানগরের উন্নয়ন, বসবাস যোগ্য নগরী, গণতন্ত্র পুনরুদ্ধার করা ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আমরা নির্বাচনে যাচ্ছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। ইতোমধ্যে ইশরাকের মিছিলে আক্রমণ হয়েছে, তাবিথের উপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এখন পর্যন্ত এই কুবের জগন্নাথ অযোগ্য নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এই সরকার নির্বাচনকে একটা ছেলে খেলা হিসেবে নিয়ে গেছে। তারা ইভিএম দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। কারণ তারা জানে, ইভিএম ছাড়া তাদের জয় সম্ভব নয়। আমরা বারবার এর বিরোধিতা করেও নির্বাচনে অংশ নিচ্ছি। কারণ আমরা জানি, জনতার মধ্যে যে জোয়ার উঠেছে, আমাদের প্রার্থী ইশরাক মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছে। ভালোবাসার ও জনগণের শক্তি দিয়ে সরকারের সমস্ত অপকৌশলকে ভেঙ্গে দিবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার মানুষ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। এই নির্বাচন গণতন্ত্র উদ্ধারে নির্বাচন। এ নির্বাচন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন।
বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন বলেন, ১ ফেব্রুয়ারি ভোটযুদ্ধ হবে। এই যুদ্ধ ঢাকা পরিবর্তনের জন্য যুদ্ধ। এই যুদ্ধ গণতন্ত্রের যুদ্ধ। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের যুদ্ধ। এই যুদ্ধে জিততে হবে।