শাওনের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে শক্তি যোগাবে: বিএনপি মহাসচিব
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন মৃধার আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে শক্তি যোগাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিহত শাওনের পরিবারকে সান্ত্বনা দিতে তার নারায়ণগঞ্জের নবীনগর বাজারের বাড়িতে গিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, বিশৃঙ্খলায় বিশ্বাস করি না আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। নারায়ণগঞ্জে একটা শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যেভাবে গুলি চালিয়েছে একটা স্বাধীন দেশে তা চলতে পারে না।
মির্জা ফখরুল বলেন, এই গণতন্ত্র হরণকারী সরকার গণতান্ত্রিক আন্দোলনকে দাবিয়ে রাখতে নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওনকে গুলি করে হত্যা করেছে। তিনি বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর হত্যা-নির্যাতন করা হচ্ছে। আমি প্রশাসনকে বলব, পাখির মতো গুলি করে মানুষ হত্যা বন্ধ করুন।