দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিল, জামায়াতের প্রতিবাদ
দৈনিক সংগ্রামের মিডিয়া তালিকাভুক্তি বাতিলের সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর অন্যায়ভাবে দৈনিক সংগ্রামের তালিকাভুক্তি বাতিলের সিদ্ধান্তে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের সংবিধানে স্বাধীনভাবে মত প্রকাশের নিশ্চয়তা দেয়া হয়েছে।’
‘দৈনিক সংগ্রাম সূচনালগ্ন থেকে তথ্য উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে’ উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘১২ ডিসেম্বর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃংখল লোক সংগ্রাম অফিসে হামলা ও ভাংচুর করে এবং সংগ্রাম সম্পাদককে নাজেহাল করে। সরকার প্রবীণ সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার করে। আজও তিনি কারাগারে আছেন।’
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম আক্রমণকারীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে। কিন্তু পরিতাপের বিষয় আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। আবার সংগ্রাম পত্রিকার সরকারী মিডিয়া তালিকাভুক্তি বাতিল করা হলো।’
‘এ সিদ্ধান্ত অসাংবিধানিক ও স্বাধীন মত প্রকাশের অধিকারের সুস্পষ্ট লংঘন। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি’-যোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।