বিএনপি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে: কৃষিমন্ত্রী
বিএনপি আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করলে তা যেকোনো মূল্যে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। কিন্তু বিএনপি জামায়াত দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা চাচ্ছে ‘৭৫ এর মতো একটা পরিস্থিতি তৈরি হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে হত্যা করতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি হোক। কিন্তু তাদের এটি করতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। তাদের সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন করা হবে।