ফেনীতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ৫

0

ফেনীর দাগনভূঞাঁয় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দাগনভুঞাঁ ইকবাল মেমোরিয়াল কলেজ সংলগ্ন স্থানে হামলার এ ঘটনা ঘটে।

আব্দুল আউয়াল মিন্টু জানান, বিক্ষোভ কর্মসূচিতে আসার সময় তার গাইড় বহরে হামলা করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন তিনি।

বিকেল ৫ টার দিকে নিজের বাড়ির সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে মিন্টু বলেন, সময় ঘনিয়ে এসেছে, আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না। খুন, গুম করে গণতন্ত্রকে হত্যা করে আর বেশিদিন তারা টিকে থাকতে পারবে না।

তিনি বলেন, ১৯৭৫ এর পর যেভাবে আওয়ামী লীগের নাম নেওয়ার মানুষ ছিল না, এখন আবার সেই অবস্থা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com