বিএনপি বিশৃঙ্খলা করলে জনগণকে সাথে নিয়ে আ.লীগ প্রতিহত করবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবারো বিশৃঙ্খলা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে।
তিনি বলেন, ‘বিএনপি দিনের পর দিন অবরোধের নামে মানুষকে অবরুদ্ধ করে মানবাধিকার লঙ্ঘন করেছিল। এখন যদি বিএনপি আবার সেই পথে হাটে, তাহলে সেই কাজ করার আর সুযোগ দেবে না। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে।’
‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নেতা শফিকুর রহমানের বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে মির্জা ফখরুল প্রমাণ করেছেন, বিএনপি জামায়াতের ঐক্য অবিচ্ছেদ্য। তাদের ঐক্য সব সময় আছে এবং থাকবে।