সন্ত্রাসী যত বড়ই হােক, যে দলই করুক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) বলেছেন, তার নির্বাচনী এলাকায় কােনো সন্ত্রাসী, চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাসী যত বড়ই হােক, যে দলই করুক তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির সামনে আয়ােজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, ‘আমার কাছে সব খবর আছে, কে কে চাঁদাবাজি করেন, কীভাবে করেন? হারায় (হারিয়ে) যাবেন। জনগণ ক্ষেপলে খুঁজে পাওয়া যাবে না। তাই আজ এই সভা থেকে সতর্ক করছি, সন্ত্রাসী, চাঁদাবাজরা শুধরে যান, নইলে পরিণাম ভালো হবে না।’