চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত

0

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫ হাজার ১৮৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৮৯৫ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর একই সময়ে ১০ হাজারের কিছু বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। মারা গিয়েছিলেন ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছর একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com