চা-বাগান মালিকদের সাথে বিকেলে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

0

দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার ইস্যুতে আজ বিকেলে চাবাগান মালিকদের সাথে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেওরাছড়া চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি বলেন, শ্রমিকরা আজ কাজে যোগ দেননি, তবে তারা কোনো বিক্ষোভ দেখায়নি।

তিনি বলেন, শুক্রবার জেলার ৯২টি বাগানে পঞ্চায়েত কমিটি নিজ নিজ বাগানের নাচঘরে বৈঠকে বসবেন। ওই বৈঠকে মজুরি ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে চাবাগান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com