সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী
কটি মহল নানাভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অপপ্রচারকারীরা সরকারের জনকল্যাণমূলক কাজকে আড়াল করতে চায়, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে তাদের এমন অপপ্রয়াস।
আমাদের ঐক্যবদ্ধভাবে অপপ্রচার মোকাবিলা করতে হবে।
গতকাল শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানাই, আপনারা ঐক্যবদ্ধভাবে এ চক্রটিকে মোকাবিলা করুন। তাদের অপপ্রচারের জবাব দিন।