আগামী তিন মাসের মধ্যে দেশের পরিস্থিতি ঠিক হয়ে আসবে: শিল্পমন্ত্রী

0

দেশের পরিস্থিতি ঠিক হয়ে আসবে। আগামী তিন মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্পমন্ত্রী বলেন, সিমেন্ট থেকে শুরু করে সব নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। আমাদের ব্যবসায়ীরা একটু বেশি সুযোগ নেয়। ব্যবসায়ীদের কোনোভাবেই আমরা নীতিমালার মধ্যে আনতে পারিনি। শুধু সার বা নির্মাণ সামগ্রী নয়, চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে সমন্বয় করে চলতে। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখবো। বাংলাদেশে কোনো অভাব হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com