জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন আইজিপি বেনজীর আহমেদ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন। জাতিসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভিসা আবেদন করেছিলেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের শীর্ষ পর্যায় থেকে বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর বলছে, সরকারি আদেশের (জিও) সময়সূচি অনুযায়ী আইজিপি যাত্রা করবেন। আইজিপি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ছয় কর্মকর্তার নিউইয়র্ক সফরের কথা রয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দেবেন তারা।