দেশের মানুষ জেগে উঠেছে, এখন ধাক্কা দিতে হবে না, ফুঁ দিলেই সরকার উড়ে যাবে: বিলকিস
কিশোরগঞ্জ নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, ‘সরকারের পতনের সময় ঘনিয়ে এসেছে। ধাক্কা দিতে হবে না, ফুঁ দিলেই সরকার উড়ে যাবে। দেশের মানুষ জেগে উঠেছে আর সরকারের পতন ঠেকানো সম্ভব নয়।’
গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে চলমান কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব দেলোয়ার হোসেন।