সরকারি প্রতিষ্ঠানের মতো বেসরকারি অফিসের কর্মঘণ্টাও কমাতে পারে, মত মন্ত্রীর
নতুন সময়সূচিতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমাতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৮টায় সরকারি অফিস শুরুর দিন সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিন সকাল আটটার আগেই সচিবালয়ে এসেছেন তিনি।
বেসরকারি অফিসের বিষয়ে সরকার কিছু ভাবছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বেসরকারি অফিসের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও আমার মনে হয় সরকারি অফিস যদি আগে বন্ধ হয়, ব্যাংক আগে বন্ধ হয়, স্বাভাবিকভাবে তারাও কর্মঘণ্টা কমাতে পারে। এটা নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে। যতো বেশি বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় করতে পারি তাহলে উৎপাদনে মূল্য কম পড়বে।
বিদ্যুৎ সাশ্রয়ে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস শুরু হলেও সেবা দেওয়ার ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না বলেও মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী।