বর্তমান সরকারের সময় হাওর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে: রাষ্ট্রপতি

0

বর্তমান সরকারের সময় হাওর এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, কেউ যাতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে হাওরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। হাওরের সৌন্দর্য যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে ব্যাপারে জনপ্রতিনিধিসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে অষ্টগ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় রাষ্ট্রপতি আরও বলেন, জনপ্রতিনিধিদেরকে জনগণের সামনে নিজেদের ভুলত্রুটি ও কর্মকাণ্ড তুলে ধরতে হবে।

হাওর এলাকায় কেউ যাতে যত্রতত্র বাড়ি বানাতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি হাওর এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com