নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ
আড়াইহাজার উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে একজন গার্মেন্টস কর্মীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ধর্ষিতা নিজে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় টেটিয়া উলুকান্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে রহমত উল্লাহকে (২০) আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার টেটিয়া উলুকান্দা গ্রামের আজিজের ছেলে রহমত উল্লাহর সাথে রূপগঞ্জ উপজেলার একই পোশাক কারখানায় কাজ করার সুবাধে গার্মেন্টস কর্মী ১৭ বছর বয়সের ওই মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দীর্ঘ দিন যাবত মোবাইল ফোনে তাদের মধ্যে কথা হতো। এক পার্যায়ে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আসামির বাড়ির পাশে মোতালেবের টিনশেড ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এভাবে একই কথা বলে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল রহমত। গত ১৪ আগস্ট সন্ধ্যার পর থেকে মোবাইল ফোনে সকল যোগাযোগ বন্ধ করে দেয়। এর ফলে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করেছে ওই গার্মেন্ট কর্মী।