ভারতের কারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন
গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর গত কয়েকদিন ধরে ভেসে গিয়ে ভারতে অবস্থান করা ৪৪ জনসহ ওই দেশের কারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ওই জেলেদের পরিবার, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ উপকূলবাসীরা।
আজ সোমবার সকাল ১০টায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ মানববন্ধন করেন কয়েক হাজার জেলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ঘাট শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতি।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মাসুম মিয়া, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: ফারুক আকন, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
বক্তারা বলেন, প্রতি বছর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রচুর ট্রলার ডুবে যায় এবং জেলেদের প্রাণহানি ঘটে। দেশের পুষ্টির চাহিদা এবং রাজস্বের স্বার্থে জেলে তথা মৎস্যজীবীদের নিয়ে কেউ ভাবছে না। জীবনের ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান উপকূলের জেলেরা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কখনো মৃত্যুর কোলে ঢলে পড়েন আবার কখনো ঢেউয়ের তোড়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভেসে যান ভারতীয় জলসীমায়।
তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশী জেলেরা ভারতে প্রবেশ করলেও আমাদের জেলেদের প্রতি অমানুষিক নির্যাতন করা হয়, মামলা দিয়ে জেলহাজতে রাখা হয়। বছরের পর বছর ধরে বাংলাদেশী জেলেরা ভারতের কারাগারে কারাবরণ করছেন। অথচ কখনো কখনো ভারতের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও নিজেরা ইচ্ছে করেও বাংলাদেশী জলসীমায় অনুপ্রবেশ করে কিন্তু তাদেরকে সসম্মানে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়। আমাদের জেলেদের বেলায় যত আইনের মারপ্যাচ দেখায় ভারত।
ভুক্তভোগীরা আরো বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে গিয়ে অসংখ্য জেলে ভাসতে ভাসতে ভারতে চলে গিয়ে এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আবার কয়েক শ’ জেলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা মারা গেছে না জীবিত আছে তা কেউ বলতে পারছেন না।
বক্তারা দাবি করেন, দ্রুত ভারত থেকে জেলেদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।