উদ্বোধনের আগেই উঠে যাচ্ছে রাস্তার, চরম ভোগান্তিতে জনসাধারণ
দিনাজপুরে চার কোটি টাকা ব্যয়ে রানীরবন্দর থেকে চিরিরবন্দর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তাটি প্রশস্ত ও সংস্কারের পর উদ্বোধনের আগেই কয়েকটি স্থানে দেবে গিয়ে ফেটে গেছে। অনেক স্থানে রাস্তার কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ। কর্তৃপক্ষের এ ধরনের নিম্নমানের কাজে চলাচলকারী জনসাধারণ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করছে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করতে চার কোটি ৮৬ হাজার ৬০৫ টাকা দরে টেন্ডার হলে কুড়িগ্রাম জেলার আর কে রোডের মেসার্স বসুন্ধরা ট্রেডার্স তিন কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৬০৯ টাকার চুক্তিমূল্য দিয়ে ২০২১ সালের ২৫ এপ্রিল কাজটি শুরু করে এবং ওই বছরই ২৪ আগস্ট কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারের গাফিলতির কারণে অদ্যাবধি পর্যন্ত কাজটি শেষ করা সম্ভব হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের চার কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণ কাজ চলছে। কিন্তু ঘুঘুরাতলী মোড় থেকে আন্ধারমূহা পর্যন্ত অংশে রাস্তাটির কাজ শেষ না হতেই বেশ কয়েকটি স্থান দেবে গিয়ে ফেটে গেছে। কয়েকদিন আগে করা কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। হাত দিয়ে ঘষা দিতেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, উপজেলা প্রকৌশলী অফিসের উপ প্রকৌশলী আবদুল হাকিমের দায়িত্ব অবহেলায় কারণে রাস্তাটি নিম্নমানের করে তৈরি করা হয়েছে। নিম্নমানের ইটের খোয়া ও বিটুমিন ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও রাস্তাটিতে যখন কার্পেটিং করা হয় তখন ভালোভাবে পরিষ্কার করা হয়নি। কার্পেটিং করার পরের দিন থেকেই বিভিন্ন স্থানে কার্পেটিং ফেটে যাওয়া শুরু হয়েছে। রাস্তাটিতে রোলার করার সময় ভালোভাবে রোলার না করায় উঁচু-নিচু হয়েছে। ভালোভাবে ফিনিশিং করা হয়নি।