নেত্রকোনার সাংবাদিককে মামলার হুমকি দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

0

নেত্রকোনার কেন্দুয়ায় এক সাংবাদিককে মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের বিরুদ্ধে। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মুঠোফোনে এই হুমকি দেন তিনি। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

দৈনিক সংবাদ ও ইংরেজি অবজারভারে কেন্দুয়া উপজেলা প্রতিনিধি হুমায়ূন কবীরকে এ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। তিনি কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য।

সাংবাদিক হুমায়ূন কবীর জানান, শনিবার ভোরে উপজেলার বলাইশিমুল খেলার মাঠের জায়গায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে ওই দিন বিকেলে ইউএনও উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। পরে তিনি সেই ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেন।

‘এসময় ইউএনও জানতে চান, সংবাদ সম্মেলনে তার (ইউএনও) দেওয়া বক্তব্য কেন ফেসবুকে দিয়েছি। উপহারের ঘরে আগুন দেওয়ার ঘটনায় যে মামলা হবে সেই মামলায় আমাকে আসামি করার হুমকি দেন তিনি।’

হুমায়ূন কবীর বলেন, ইউএনও মহোদয় ক্ষুব্ধ হয়ে আমাকে বলেন, আপনাকে কি ফেসবুকে ছাড়ার জন্য আমি বক্তব্য দিয়েছি? আমি প্রেসব্রিফিং যা দিয়েছি, সেটা দিয়ে নিউজ করবেন। তখন আমি বলি আমি সাংবাদিক হিসেবে কি ফেসবুকে দিতে পারি না? উত্তরে তিনি বলেন, আপনি যদি বিরোধিতা করেন তাহলে আমি আজকেই মামলায় ঢোকাতে বাধ্য হবো।

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com