নানা সমস্যার মধ্যেও দেশ পরিকল্পিত পথেই এগিয়ে চলছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
নানা সমস্যার মধ্যেও দেশ পরিকল্পিত পথেই চলছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।শনিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। ডিআরইউর এ আয়োজনে সহযোগিতা করে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সামাজিক প্রতিষ্ঠান ও পুঁজি হিসেবে গণমাধ্যম পেশাদারিত্বের প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। এদের সহায়তা করতে পারাই দেশেকে সহায়তা করা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলেই হবে না। একটা দেশের সামাজিক পুঁজি ও প্রতিষ্ঠান যত শক্তিশালী হয় সে দেশের সামাজিক পরিবর্তন তত দ্রুত হয়। সামাজিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ায় বহু দেশে জনপ্রিয় সরকার পর্যন্ত পড়ে গেছে। এজন্য মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও আধুনিক চিন্তা চেতনায় উদ্ধুদ্ধ করার জন্য এ সামাজিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।